মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫   চৈত্র ২৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭

পাংশায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ 

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪  

রাজবাড়ীর পাংশায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আরো উপস্থিত ছিলেন - পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান রুবেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১৫ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর